আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কি কেন কোথায় : কি উদ্দেশ্যে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ
আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কি কেন কোথায় : কি উদ্দেশ্যে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ
আসসালামু আলাইকুম! প্রিয় পাঠক আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চলমান একটি বিষয়ে কথা বলব। আপনাদের অবশ্যই মনে আছে শহীদ আবরার ফাহাদের কথা। যাকে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হিসেবে সম্মানিত করেছেন। একজন দেশ প্রেমিক নিজের দেশের পক্ষে কথা বলার কারণে ভারতীয় রাজাকার বাহিনীর ভুমিকা পালনকারী ছাত্রলীগের নেতা কর্মীরা ২০১৯ সালের এই দিন্র তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে। আবরারের অপরাধ ছিল সে বাংলাদেশের পক্ষে কথা বলেছিল অন্যান্যদের মত ভারতীয় দালাল ছিল না। সরকারের ভারতপ্রীতির বিপক্ষে যুক্তি দাঁড় করিয়েছিল।
এই হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের মানুশের কাছে আবরার ফাহাদ নামটি দেশ প্রেমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই থেকে সূচনা হয় প্রকৃত দেশ প্রেম ও স্বদেশী আন্দোলনের মত একটি চেতনা।
যদিও আজ আবরার ফাহাদের শাহাদাত এর ১ বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনো ভারতীয় রাজাকার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছাত্রলীগ নেতাদের বিচারের কিছুই হয়নি। বিচার কার্য ঝুলেই আছে।
তবে আবরার ফাহাদ চলে গেলে কি হবে তার চেতনা এদেশের যুব সমাজে রেখে গেছেন। তাই তো তিনি চলে যাওয়ার পরেও এদেশের যুবকরা তাঁকে এবং তাঁর আন্দোলন কে এগিয়ে নিতে তৈরি করেছে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ।
আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কোথায় অবস্থিত
মূলত শহীদ আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে নির্মিত হয়েছে " আগ্রাসনবিরোধী আট স্তম্ভ "।
আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কে নির্মাণ করেন
এই স্তম্ভ নির্মাণের পুরো কাজের তত্ত্বাবধান এবং নেতৃত্বে ছিলেন আরেক দেশ প্রেমিক যিনি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অনশন করে সবার দৃষ্টিতে আসেন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হুসেইন ভাই। তাঁর চিন্তা শহীদ আবরারের স্মৃতি বাংলাদেশের প্রতিটি দেশ প্রেমিককে সবসময় প্রেরণা যোগাবে। উক্ত আট স্তম্ভের আটটি প্রতিকী অর্থ নিচে দেয়া হলো।
আটটি স্তম্ভের আটটি প্রতিকী অর্থ কি কি
- ১) সার্বভৌমত্ব
- ২) গণতন্ত্র
- ৩) গণপ্রতিরক্ষা
- ৪) সম্প্রীতি
- ৫) অর্থনৈতিক স্বনির্ভরতা
- ৬) দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা
- ৭) সাংস্কৃতিক স্বাধীনতা
- ৮) মানবিক মর্যাদা
এখান থেকেই শুরু হয় ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদ দিবস।
আবরার বেঁচে থাকুক প্রতিটি দেশ প্রেমিকের হৃদয়ে।
বিঃদ্রঃ
এই আট স্তম্ভ নির্মাণের পরদিন সরকার বল্ডুজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
লেখা ও ছবিঃ-
হাসান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কোন মন্তব্য নেই